রবিবার, ১৪ মে, ২০১৭

টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর ! জানতে হলে পড়ুন







টেট নিয়ে অনেক ঝামেলা ও অনেক বিভ্রান্তির হলেও এবার টেট পরীক্ষার্থীর জন্য সুখবর নিয়ে এল প্রাথমিক শিক্ষা পরিষদ ।
এবার থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে যাওয়া চাত্র ও ছাত্রীরা বসতে পারবে টেট পরীক্ষায় । কিন্তু  উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকলেই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে । শুধু তাই নয় s.c/ s.t / obc-a যারা রয়েছেন তাঁদের ৪৫ শতাংশ নম্বর থাকলেই তাঁরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবে । কিন্তু ২ বছরের প্রশিক্ষণ নিতে হবে ।


বিদ্রঃ  এখানে একটা লাইন লিখতে ভুলে যাওয়ার কারনে , আমি আপনাদের কাছে ক্ষমাপার্থী , মার্জনা করিবেন বিষয়টি, আপনাদের মন্তব্য দেখেই আবার তুলে ধরলাম , সংবাদটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দাদা মোদী ভাই কোবিন্দ = দাদাভাই ! আসল ঘটনাটি কি জানতে হলে পড়তেই হবে আপনাকে

   আজ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন রামনাথ কোবিন্দ ।