রবিবার, ১৪ মে, ২০১৭

এবার মোদি সরকারের জন্য নিশ্চিন্তে ঘুমোতে পারবে জম্মু ও কাশ্মীরবাসী



এবার  ভারতীয় সীমা সুরক্ষা বল বা বিএসএফ , ভারত-পাকিস্তান সীমান্তে সুরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে নতুন পদক্ষেপ  নিল ।
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ১৯৮ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে ভারতীয় সেনা। এর ফলে যেকোনও ধরনের অবৈধ অনুপ্রবেশকে সহজেই চিহ্নিত করে তা আটকানো সম্ভব হবে।মূলত ,সীমান্তে লেজার প্রযুক্তি ব্যবহার করতে চলেছে ভারত। কেউ সীমান্তের ওপার থেকে ঢোকার চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে সঙ্কেত পৌঁছে যাবে কাছাকাছি থাকা সেনা পোস্টে। যার ফলে সহজেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। ভারত-পাকিস্তান সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৩ হাজার কিলোমিটার। এর মধ্যে ১৯৮ কিলোমিটার হল আন্তর্জাতিক সীমান্ত। ৭৪০ কিলোমিটার হল লাইন অব কন্ট্রোল যা জম্মু ও কাশ্মীরে পড়ে। আর এখানেই পাকিস্তানিদের অনুপ্রবেশ ঠেকাতে সবসময় জাগ্রত থাকতে হয় সেনাবাহিনীকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দাদা মোদী ভাই কোবিন্দ = দাদাভাই ! আসল ঘটনাটি কি জানতে হলে পড়তেই হবে আপনাকে

   আজ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন রামনাথ কোবিন্দ ।