সোমবার, ১৫ মে, ২০১৭

রেলযাত্রীদের যাত্রা আনন্দদায়ক করবার জন্য মোদীর সরকার নিলেন ভারতীয় রেলের জন্য অত্যাধুনিক পদক্ষেপ










চলন্ত ট্রেনে বসেই এখন থেকে দেখতে পারবেন সিনেমা ও মনোরঞ্জন মূলক বিনোদন , তবে এর জন্য  খরচ করতে হবে সামান্য ।
বর্তমানে রাজধানী, শতাব্দী, দুরন্ত ও হামসফরের মতো ট্রেনে এ রকম একটি ব্যবস্থা চালু করতে চলেছে ভারতীয় রেল । কনটেন্ট অন ডিমান্ড সার্ভিসের আওতায় ‌যাত্রীরা পেয়ে ‌যাবেন তাদের পছন্দ মতো ছবি, টিভি সিরিয়াল বা ভিডিও। 
(প্রতীকি ছবি) 

তবে বিনোদনের ওই ব্যবস্থা সরাসরি চলে ‌যাবে ‌যাত্রীদের মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেটে। যাত্রীদের কথা ভাবার সাথে সাথেও আয়ের কথা মাথায় রেখে ওই ব্যবস্থা চালু করতে চলেছে রেল । কেন্দ্রীয় রেলমন্ত্রকের তরফে এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, জনপ্রিয় টিভি সিরিয়াল, সিনেমা, ভিডিও সরাসরি ‌যাত্রীদের সরবারহ করার সিদ্ধান্ত হয়েছে। এতে তাদের ‌যাত্রা আরেকটু আনন্দদায়ক হবে। বলিউড, হলিউড ছাড়াও পাওয়া ‌যাবে আঞ্চলিক সিনেমাও ।  রেল মন্ত্রক সূত্রে জানা ‌যাচ্ছে একটি ট্রেনের জন্য ওই ব্যবস্থা চাল করতে খরচ হবে ২৫ লাখ টাকা । আর এই ব্যাবস্থার দায়িত্তে রয়েছে, রেলের টেলিকম ইউনিয় রেলটেল । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দাদা মোদী ভাই কোবিন্দ = দাদাভাই ! আসল ঘটনাটি কি জানতে হলে পড়তেই হবে আপনাকে

   আজ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন রামনাথ কোবিন্দ ।