শনিবার, ২০ মে, ২০১৭

২০১৯ শে আবার আসবে মোদী সরকার






 
 


২০১৪ তে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেন নরেন্দ্র মোদী ও তার দল ।
আর এবার আগামী লোকসভা নির্বাচনে আরও বেশ আসনে জয়লাভের বিষয়ে আশাবাদী ভারতীয় জনতা পার্টি ।চণ্ডীগড়ে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ একথা জানান । অমিত শাহ বলেন, " দেশের মানুষ বিজেপি চালিত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মযজ্ঞে খুশি। তাই, মানুষ আরও বেশি করে বিজেপিকেই চাইছে। আমরা আশাবাদী ২০১৯ লোকসভা নির্বাচনে আরও বেশি ব্যবধানে জয় আসবে। গতবারের তুলনায় যা আরও বড় জয় হবে।" এর কারণ হিসেবে তিনি বলেন, " বিজেপি দেশ থেকে ধর্ম, জাত, পরিবারতন্ত্র সরিয়েছে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে লড়াই করছে। সেইসঙ্গে চলছে উন্নয়নের কাজ। তাই, মানুষ বিজেপির উপর ভরসা রাখছে।"
জম্মু ও কাশ্মীরের অশান্ত পরিবেশ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। এ বিষয়ে তিনি বলেন, ' কিছুদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ১৯৮৯ থেকে বহুবার এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সমস্যার সমাধান করবই।' বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের মদতে কাশ্মীরের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দাদা মোদী ভাই কোবিন্দ = দাদাভাই ! আসল ঘটনাটি কি জানতে হলে পড়তেই হবে আপনাকে

   আজ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন রামনাথ কোবিন্দ ।