বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭

কুলভূষণকে বাঁচাতে পাকিস্থানের বিরুদ্ধে গাটছাড়া বেঁধে নেমেছেন মোদী সরকার







"দেশকে আশ্বস্ত করতে চাই, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কুলভূষণকে বাঁচাতে চেষ্টার ত্রুটি রাখব না " ঠিক এমনটাই বললেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । প্রসঙ্গত ভারতের প্রাক্তন নৌ সেনা আধিকারিক কুলভূষণ ‌যাদবের ফাঁসির উপরে স্থগিতাদেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত।
পাকিস্তানের সঙ্গে আলোচনা করেও ‌যখন কুলভূষণ বাঁচানো ‌যাচ্ছিল না, তখনই আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় মোদী সরকার । সেই সিদ্ধান্তে জেরেই আজ মুখ কালো হয়েছে পাকিস্তানের  ।

এরই সঙ্গে সুষমার কথায়, আন্তর্জাতিক আদালতের রায় কুলভূষণ ‌যাদবের পরিবারকে বিরাট স্বস্তি দিয়েছে। পাশাপাশি আইনজীবী হরিশ সালভেকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি , বলেছেন “ভারতের পক্ষ ‌যেভাবে তুলে ধরেছেন, সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ।” কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, “আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে। চূড়ান্ত রায় আমাদের পক্ষেই থাকবে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দাদা মোদী ভাই কোবিন্দ = দাদাভাই ! আসল ঘটনাটি কি জানতে হলে পড়তেই হবে আপনাকে

   আজ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন রামনাথ কোবিন্দ ।