রবিবার, ২৫ জুন, ২০১৭

কংগ্রেসকে শূন্যতে হারিয়ে, ফের গেরুয়া ঝড় অব্যাহত রাখল বিজেপি





ফের গেরুয়া ঝড় অব্যাহত রাখল বিজেপি ।
অসমে আদিবাসি কাউন্সিলের ভোটে ২৬টি আসনের মধ্যে ২৪টি বিজেপির এল বিজেপির ঝুলিতে । কংগ্রেস একটিও আসন পায়নি। ২টি আসন পেয়েছে কার্বি অংলং গণতান্ত্রিক মঞ্চ ।গত ১৭ জুন অসমে আদিবাসী এলাকার কার্বি অংলং স্বশাসিত সংস্থার নির্বাচন ছিল। ১৫ বছর কংগ্রেস অসমে ক্ষমতা ধরে রেখেছিল। গতবছরই অসমে প্রথমবার বিজেপি সরকার আসে। এবার আদিবাসীদের স্বশাসিত সংস্থার নির্বাচনেও মুখ থুবড়ে পড়ল তারা। ২৬টি আসনের মধ্যে একটিও পেল না কংগ্রেস। ২৪টিই গিয়েছে বিজেপির ঝুলিতে । এই প্রথম নির্বাচন জিতল বিজেপি। তবে বছরখানেক আগেই কংগ্রেসের নির্বাচিত চিফ এক্সিকিউটিভ তুলিরাম রংহাং দল ছেড়ে বিজেপিতে ‌যোগদান করেছিলেন। তাঁর নেতৃত্বেই এল এত বড় জয়। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুম গগৈয়ের অভি‌যোগ, বিজেপি টাকা ছড়িয়ে নির্বাচন জিতেছে কিন্তু সেই অভি‌যোগ উড়িয়ে দিয়েছে মোদীবাহিনী ।


আপডেট পেতে চাইলে লাইক করুন আমার পেজ   Sourabh Dutt 
                                         



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দাদা মোদী ভাই কোবিন্দ = দাদাভাই ! আসল ঘটনাটি কি জানতে হলে পড়তেই হবে আপনাকে

   আজ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন রামনাথ কোবিন্দ ।