সোমবার, ১২ জুন, ২০১৭

তৃণমূলের ভাঙ্গন ! বিজেপিতে যোগদান করলেন একাধিক বিধায়ক

এবার তাহলে কি তৃণমূলের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ।
মুলত, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের মুখে ত্রিপুরায় বড়সড় ধাক্কা খেতে চলেছে  তৃণমূল , ঠিক এমনটাই ইঙ্গিত পাওয়া গেল । 
 তৃণমূল ছেড়ে বিজেপিতে ‌যোগদানের পথে সুদীপ রায় বর্মনসহ ৬ তৃণমূল বিধায়ক। গত বছরই কংগ্রেস ছেড়ে তৃণমূলে ‌যোগ দিয়েছিলেন তাঁরা।

  এক সংবাদমাধ্যমের  খবর  অনুযায়ী,  ত্রিপুরা কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে গত বছর দল ছাড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মনসহ ৬ জন বিধায়ক। ‌যোগ দেন তৃণমূলে। কিন্তু তৃণমূলে ‌যোগ দিয়ে তেমন ঝড় তুলতে পারেননি তাঁরা। উলটে দলে দলে তৃণমূল কর্মী ‌‌যোগ দিতে থাকেন বিজেপিতে। অমিত শাহের সাম্প্রতিক সফরের পর সেই প্রবণতা আরও তীব্র হয়েছে।

এই পরিস্থাতিতে ২০১৮ সালে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে ‌যোগ দিতে পারেন তাঁরা। সম্প্রতি বিজেপির সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা সেই জল্পনায় আরও ইন্ধন দিয়েছে । আরও  শোনা যাচ্ছে,  দলবদল করলেও ৬ বিধায়ককে এখনো বহিষ্কার করেনি কংগ্রেস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দাদা মোদী ভাই কোবিন্দ = দাদাভাই ! আসল ঘটনাটি কি জানতে হলে পড়তেই হবে আপনাকে

   আজ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন রামনাথ কোবিন্দ ।