শুক্রবার, ২ জুন, ২০১৭

এবার মোদীর পাশে মুসলিম সম্প্রদায় , কিন্তু কারণটা কি ? পড়ুন...





এবার মোদীর জনপ্রিয় অনুষ্ঠান ‘মন কি বাত’-এর মাধ্যমেই  মন জয় করলেন লখনউয়ের মুসলিম সম্প্রদায়ের । মূলত, গত রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগকে দৈনন্দিন জীবনের একটি অঙ্গ করে নেওয়ার জন্য আবেদন জানান মোদি। তারপরই আন্তর্জাতিক যোগদিবসে অংশগ্রহণ করতে আগ্রহ দেখিয়েছেন লখনউয়ের ইসলাম ধর্মাবলম্বীরা । একসংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জুন মাসের ২১ তারিখে বিশ্ব জুড়ে পালন করা হবে আন্তর্জাতিক যোগদিবস। তাই প্রধানমন্ত্রীর বার্তায় প্রভাবিত হয়ে ধর্মের বাঁধ ভেঙে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তোড়জোড় শুরু করেছে নবাবি শহরের মুসলিমরা। জানা গিয়েছে , শুধু পুরুষরাই নয়, মুসলিম মহিলারাও যোগদিবসে অংশগ্রহণ করতে এগিয়ে আসছেন। এই বিষয়ে শহরের এক ইসলাম ধর্মাবলম্বীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “যোগ সবার জন্য। এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। যারা মুসলমানদের যোগ করতে বাধা দেন, তাঁদের উদ্দেশ্য হচ্ছে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করা। মুসলমানরা প্রায় হাজার বছর থেকে যোগের অভ্যাস করে এসেছে। নমাজ করার সময় যে ভাবে বসা হয় যোগ করার সময়ও একইভাবে বসা হয়।’


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দাদা মোদী ভাই কোবিন্দ = দাদাভাই ! আসল ঘটনাটি কি জানতে হলে পড়তেই হবে আপনাকে

   আজ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন রামনাথ কোবিন্দ ।