বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

সারা ভারত জুরে মোদীর জয়জয়কার





      




গত দেড় বছর ধরে যে ইস্যুটি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাচ্ছিল না। তা আজ বাস্তবায়িত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন আগামী   মে থেকে কোনও ভিআইপি, মন্ত্রী বা সাংসদ তাঁর গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না  কেন্দ্রীয়মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির গাড়িতেও থাকবে না লালবাতি। শুধু জরুরি পরিষেবাক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে ।  এরপরেই ট্যুইটারে শুভেচ্ছার মুখরিত হয়ে চলেছেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী  তবে দমকল, অ্যাম্বুল্যান্স উদ্ধারকারীযানের ক্ষেত্রে নীলবাতির ব্যবহার করাযাবে।  প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে । তারিসাথে মোদী ইঙ্গিত দিলেন আমরা সবাই রাজা । আর প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তেকে সাবাই একটা কথাই বলছেন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দাদা মোদী ভাই কোবিন্দ = দাদাভাই ! আসল ঘটনাটি কি জানতে হলে পড়তেই হবে আপনাকে

   আজ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করলেন রামনাথ কোবিন্দ ।